নিচে ৩৫টি হাসির ধাঁধা উত্তর সহ তুলে ধরা হয়েছে। আশা করি নিম্ন বর্ণিত মজার ধাঁধা গুলো আপনার কাছে অনেক ভালো লাগবে। তাই, মজাদার ও সুন্দর সুন্দর ধাঁধাগুলো উপভোগ চাইলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগের সাথে পড়তে থাকুন।
হাসির ধাঁধা উত্তর সহ
আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণে হাসতে হবে। হাসলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকে। তাই স্বাস্থ্যের জন্য হাসে খুবই গুরুত্বপূর্ণ। হাসির অন্যতম একটি অনুষঙ্গ হলো হাসির ধাঁধা।
কিছু কিছু ধাঁধা আছে যেগুলো হাসির খোরাক যোগায়। তেমনি কিছু ধাঁধা নিচে তুলে ধরা হবে। আশা করি নিম্ন বর্ণিত ধাঁধা গুলো পড়ে যেমন আপনি কিছু শিখতে পারবেন, ঠিক তেমনি প্রাণ খুলে হাসতেও পড়বেন।
ধাঁধা: শহর আছে বিল্ডিং নেই, বন আছে গাছ নেই, পানি আছে নদী নেই কোথায়?
উত্তর: ম্যাপ
ধাঁধা: তুমি আমার চামড়া উপরে ফেলো আমি কাঁদি না কিন্তু তুমি কাঁদো, আমি কে?
উত্তর: পেঁয়াজ
ধাঁধা: জলে জন্ম ঘরে বাস, জলে পড়লেই সর্বনাশ?
উত্তর: বরফের টুকরা/লবণ
ধাঁধা: বারো মাসের কচি মেয়ে তেরো মাসে পড়ে ডাইনে বাঁয়ে গন্ডা গন্ডা ছেলে প্রসব করে।
উত্তর: কলা গাছ।
ধাঁধা: এক গাছে বহু ফল, গায়ে কাটা কাঁটা। পাকলে ছাড়াও যদি, হাতে লাগে আঠা।
উত্তর: কাঠাঁল।
ধাঁধা উত্তর সহ ছবি
নিচে উত্তর সহ কিছু ধাঁধা তুলে ধরা হবে। ধাঁধার মাধ্যমে খুব সাহায্যে আপনি আপনার বন্ধু-বান্ধব কিংবা আপনজনকে চমকে দিতে পারবেন। নিচে যে সকল ধাঁধা তুলে ধরা হবে আশা করি সেগুলোর মাধ্যমে কাছের মানুষকে চমকে দিয়ে আনন্দ উপভোগ করতে পারবেন। চলুন দেখে নেই, ধাঁধা উত্তর সহ ছবি।
#1 শামুক।
#2 ডাব।
#3 ফ্যান।
#4 আগুন।
#5 ক।
ধাঁধা উত্তর সহ
ইতোমধ্যেই উপরে বেশ কিছু হাসির ধাঁধা তুলে ধরা হয়েছে। উপরে যে সকল হাসির ধাঁধা উল্লেখ করা হয়েছে আশা করি সেগুলো পড়ে অনেক আনন্দ উপভোগ করেছেন এবং নতুন নতুন ধাঁধা শিখতে পেরেছেন। আর্টিকেল এই অংশে আরো বেশ কিছু উত্তর সহ ধাঁধা তুলে ধরা হবে। আশা করি নিম্ন বর্ণিত ধাঁধাগুলোও আপনার অনেক পছন্দ হবে।
ধাঁধা: একলা তারে যায় না দেখা, সঙ্গী গেলে বাঁচে। আধার দেখে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে।
উত্তর: ছায়া।
ধাঁধা: একটুখানি পুস্কনি, পানি টলমল করে। রাজার ছেলের সাধ্য নেই, জাল ফেলতে পারে।
উত্তর: চোখ।
ধাঁধা: একটি গাছের বাঁট নাই, তবু দুগ্ধ হয় প্রচুর। দোহনকালে থাকে নাকো, তার নিকটে বাছুর।
উত্তর: তালগাছ।
ধাঁধা: একটি হলে কাজ হবে না, দুটি কিন্তু চাই। দুটি পেলে, হবে চাষী ভাই।
উত্তর: বলদ।
ধাঁধা: এক সাথে সাতটা রঙ, কোথায় থাকে বলো। না পারলে বুঝবো, তুমি বিজ্ঞানে নও ভাল।
উত্তর: রংধনু।
বুদ্ধির ধাঁধা | বুদ্ধির ধাঁধা উত্তর সহ
কিছু কিছু ধাঁধা আছে যেগুলো বুদ্ধি বৃদ্ধি করতে সাহায্য করে। তেমনি কিছু বুদ্ধির ধাঁধা নিচে তুলে ধরা হবে। আশা করি নিম্ন বর্ণিত ধাঁধাগুলো মনোযোগ দিয়ে পড়লে ব্রেইনের ব্যায়াম হবে। যদি আপনি ধাঁধার মাধ্যমে আপনার ব্রেন কে শানিত করতে চান, তাহলে উত্তরগুলো না দেখে ধাঁধার সমাধান করার চেষ্টা করবেন, যখন একান্তই উত্তর পাবেন না তখন দেখে নিবেন। উত্তরগুলো ব্লার করা আছে আপনি যে উত্তরটি দেখতে চাচ্ছেন সেই টেক্সটের উপরে ক্লিক করলেই উত্তরটি ভেসে উঠবে।
ধাঁধা-১: এক শালিকের তিন মাথা, দেহ মুখে আঠা। বাক্সের ভিতর ফেলি তবু, যায় দেশ বিদেশ।
ধাঁধা-২:এক ঘরে এক থাম। বল কি তার নাম।
ধাঁধা-৩:এ কোন ব্যাটা শয়তান, থাকে বসে ধরে কান।
ধাঁধা-৪:একটি পরিবারে মা-বাবা ও তাদর ৭ জন ছেলে আছে। প্রত্যেক ছেলের একটি করে বোন আছে। ওই পরিবারে মোট সদস্য সংখ্যা কত?
ধাঁধা-৫:গরমও নয়, ঠান্ডাও নয়, তবুও সেটা ফু দিয়ে খাই। বলুন তো এটার উত্তর কি?
উত্তর-১: চিঠি।
উত্তর-২: ছাতা।
উত্তর-৩: চশমা।
উত্তর-৪: ১০ জন।
উত্তর-৫: বাদাম।
কঠিন ধাঁধা উত্তর সহ
আর্টিকেলটির এই অংশে যে সকল ধাঁধা তুলে ধরা হবে সেই ধাঁধাগুলো অন্যান্য ধাঁধাগুলোর চেয়ে অনেক বেশি কঠিন হবে। আশা করি নিম্ন বর্ণিত ধাঁধা গুলো আপনি উপভোগ করবেন। তো চলুন তাহলে দেখে নেই, কঠিন ধাঁধা উত্তর সহ।
ধাঁধা: একটি অক্ষর শিক্ষকে আছে, পন্ডিতে নেই। কাননে আছে, বাগানে নেই।
উত্তর: ক।
ধাঁধা: এতো ভালো বিছানা, কেউ যেন বসে না।
উত্তর: পানি।
ধাঁধা: এমন একটি কাপের নাম বলো দেখি ভাই, যে কাপেতে চা চিনি, দুধ পানি একটুও নেই।
উত্তর: হিরো কাপ।
ধাঁধা: এরা বাপবেটা ওরা বাপবেটা তালতলা দিয়ে যায়। তিনটি তাল পড়লে তারা, সমান ভাগে পায়।
উত্তর: বাপ, ছেলে, নাতি।
ধাঁধা: এক বৃক্ষে ফুটেছে, এক জোড়া ফুল। হীরা মানিক কভু নয়, তার সমতুল।
উত্তর: চোখ।
ধাঁধা প্রশ্ন ও উত্তর
নিচে প্রশ্নোত্তর আকারে বেশ কিছু ধাঁধা তুলে ধরা হবে। আশা করি নিম্ন বর্ণিত ধাঁধা প্রশ্ন ও উত্তর গুলো আপনার কাছে ভালো লাগবে। তো দেরি না করে আসুন দেখে নেই মজার মজার আরো কিছু ধাঁধা প্রশ্ন ও উত্তর।
ধাঁধা: বাঘের মত লাফ দেয়, কুকুর হয়ে বসে, পানির মধ্যে ছেড়ে দিলে সোলা হয়ে ভাসে।
উত্তর: ব্যাঙ।
ধাঁধা: মাটির তলে থাকে বেটি তেনা পিন্ধে আঁটি আঁটি নাপিতে না ছোঁয়, ধোপায় না ধোয় তেও বেটি সাফ রয়।
উত্তর: রসুন।
ধাঁধা: খুললে ঘর, বন্ধ করলে লাঠি।
উত্তর: ছাতা।
ধাঁধা: একটুখানি গাছে রাঙা বৌটি নাচে।
উত্তর: পাকা মরিচ।
ধাঁধা: চোখ বড়, দীর্ঘ কেশ একটা দাঁড়া, শক্ত বেশ জলের পোকা বলতো কে কদর তার বিদেশে।
উত্তর: গলদা চিংড়ি।
রোমান্টিক ধাঁধা উত্তর সহ
হাসির ধাঁধা উত্তর সহ উপরে উল্লেখ করা হয়েছে এছাড়া আরও বিভিন্ন ধরনের ধাঁধা ইতোমধ্যেই তুলে ধরা হয়েছে। কিন্তু রোমান্টিক ধাঁধা তুলে ধরা হয়নি। আর্টিকেল দিয়ে এই অংশে রোমান্টিক ধাঁধা উত্তর সহ উল্লেখ করা হবে। আশা করি নিম্ন বর্ণিত রোমান্টিক ধাঁধা গুলো আপনার কাছে খুবই ভালো লাগবে।
ধাঁধা: শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয় ।
উত্তর: দরজার খিল।
ধাঁধা: মেয়েদের আছে দুটো, কিন্তু গরুর আছে চারটে, কোন জিনিস, বলতে পারেন?
উত্তর: পা
ধাঁধা: ঢোকেনা, তবুও ঢোকাও, কেন পরের মেয়ে কাদাও, পারলে উত্তর দাও?
উত্তর: চুরি।
ধাঁধা: আমি যখন ভিতরে ঢুকি, তখন শক্ত থাকি, কিন্তু ধীরে-ধীরে নরম হয়ে যাই, কে আমি বলুন তো?
উত্তর: চুইংগাম
ধাঁধা: জামাই এল কাজে, বলতে পারিনা লাজে, আমার একটু কাজ আছে দুই ঠ্যাঙয়ের মাঝে ।
উত্তর: গাইয়ের দুধ দোহানো।