You are currently viewing অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম

অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম

অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র নিচে তুলে ধরা হবে। নিচে উল্লেখিত আবেদন পত্র অনুসরণ করে খুব সহজেই আপনি অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লিখতে পারবেন।

অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

অনেক সময় শিক্ষার্থীরা অসুস্থতার কারণে প্রতিষ্ঠানের উপস্থিত হতে পারেনা। আর প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে অবশ্যই অনুপস্থিতির কারণ বর্ণনা করে ছুটির আবেদন করতে হবে। ছুটির আবেদন না করলে জরিমানা সহ আরো বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। 

অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র কিভাবে লিখতে হয় তা যদি আপনি জেনে না থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই আর্টিকেলটিতে বিভিন্ন ধরনের অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্রের নমুনা তুলে ধরা হয়েছে। নিম্ন বর্ণিত নমুনাগুলো অনুসরণ করে এবং প্রয়োজনীয় পরিবর্তন করে খুব সহজেই আপনি একটি মানসম্মত ছুটির জন্য আবেদন পত্র লিখতে পারবেন। 

তারিখ : ০০/০/২০– ইং

বরাবর, 

অধ্যক্ষ 

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

মিরপুর সেনানিবাস, ঢাকা, ১২১৬

বিষয় : অসুস্থতার জন্য ছুটির আবেদন

জনাব,

সবিনয় নিবেদন এই যে,  আমি আপনার প্রতিষ্ঠানের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার ফলে আমি গত ০০/০/২০– ইং তারিখ হতে ০০/০/২০– ইং তারিখ পর্যন্ত আপনার বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। আজ থেকে একটু সুস্থতা বোধ করছি তাই বিদ্যালয়ে এসেছি।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, অনুগ্রহপূর্বক আমাকে তিন (০৩) দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক

আপনার একান্ত বাধ্যগত ছাত্র

মোঃ আরিফুল ইসলাম

রোল নং : ০১

শ্রেণি : নবম

শাখা : মানবিক

অসুস্থতার জন্য পরীক্ষায় অনুপস্থিতির আবেদন

অসুস্থতা জনিত কারণে যদি আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারেন, তাহলে অবশ্যই আপনাকে উপযুক্ত কারণদর্শীয়ে একটি আবেদন পত্র যথাযথ কর্তৃপক্ষ বরাবর জমা দিতে হবে। আপনি কি কারণে পরীক্ষায় অনুপস্থিত থাকবেন তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। 

অসুস্থতার জন্য পরীক্ষায় অনুপস্থিতির আবেদন পত্র লেখার সঠিক নিয়ম নীচে উল্লেখ করা হলো। নিচে উল্লেখিত আবেদন পত্রটি হুবহু কপি করবেন না বরং আপনার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করবেন। যাইহোক আসুন দেখে নেয়া যাক, অসুস্থতার জন্য পরীক্ষায় অনুপস্থিতির আবেদন পত্র লেখার সঠিক নিয়ম।

  অফিসে ছুটির জন্য আবেদন পত্র

তারিখ : ০০/০/২০– ইং

বরাবর,

অধ্যক্ষ 

গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

গাজীপুর সেনানিবাস, গাজীপুর – ১৭০৩

বিষয় : অসুস্থতার জন্য ছুটির আবেদন

জনাব,

সবিনয় নিবেদন এই যে,  আমি আপনার প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। গত পরশুদিন হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই ফলে গত ০০/০/২০– ইং তারিখ হতে ০০/০/২০– ইং তারিখ পর্যন্ত আপনার বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। আজ থেকে একটু সুস্থতা বোধ করছি বিধায় বিদ্যালয়ে উপস্থিত হয়েছি।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, অনুগ্রহপূর্বক আমাকে তিন (০৩) দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক

আপনার একান্ত বাধ্যগত ছাত্র

মোঃ আশরাফুল ইসলাম

রোল নং : ০১

শ্রেণি : নবম

শারীরিক অসুস্থতার জন্য ছুটির আবেদন

হঠাৎ করে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, বিশেষ করে সিজনাল জ্বর সর্দি কিংবা অন্য কোন রোগ যদি হঠাৎ করে আপনাকে আক্রান্ত করে এবং আপনি যদি বিদ্যালয়ে উপস্থিত হতে না পারেন, সেক্ষেত্রে রোগ ভালো হওয়ার পরে প্রথম যেদিন প্রতিষ্ঠানে উপস্থিত হবেন, সেদিন অবশ্যই আপনাকে যথাযথ কারণ দর্শিয়ে কর্তৃপক্ষ বরাবর একটি আবেদন পত্র জমা দিতে হবে। শারীরিক অসুস্থতা জনিত কারণে প্রতিষ্ঠানে উপস্থিত হতে না পারলে নিম্ন বর্ণিত আবেদন পত্রটি অনুসরণ করে শারীরিক অসুস্থতার আবেদন পত্র লিখতে পারেন। 

তারিখ : ০০/০/২০– ইং

বরাবর,

অধ্যক্ষ 

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

তামাবিল সড়ক, জালালাবাদ সেনানিবাস, সিলেট – ৩১০০

জনাব,

সবিনয় নিবেদন এই যে,  আমি আপনার প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। গত দুই দিন আগে হঠাৎ করে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে যাই, এর ফলে গত  ০০/০/২০– ইং তারিখ হতে ০০/০/২০– ইং তারিখ পর্যন্ত আপনার বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। আজ সকাল থেকে একটু ভালো অনুভব করছি বিধায় আপনার প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছি।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, অনুগ্রহপূর্বক আমাকে ২ (০২) দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

  প্রতিবেদন লেখার নিয়ম জেনে নিন

নিবেদক

আপনার একান্ত বাধ্যগত ছাত্র

মোঃ মনজুরুল ইসলাম

রোল নং : ০২

শ্রেণি : একাদশ

বিভাগ: মানবিক

মায়ের অসুস্থতার জন্য ছুটির আবেদন

হঠাৎ করে যদি আপনার মা অসুস্থ হয়ে পড়েন এবং তার সেবা-যত্ন করার জন্য যদি আপনাকে পাশে থাকতে হয় আর এ কারণে যদি বিদ্যালয়ে উপস্থিত হতে না পারেন, তাহলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃপক্ষ একটি ছুটির আবেদন পত্র লিখতে হবে। 

যথাযথ কারণ ভালোভাবে উল্লেখ করে কর্তৃপক্ষ বরাবর আবেদন পত্রটি পেশ করলে আশা করা যায় আপনি আপনার মায়ের অসুস্থতা জনিত সমস্যার কারণে ছুটি পাবেন। নিচে মায়ের অসুস্থতার জন্য ছুটির আবেদন লেখার সঠিক নিয়ম তুলে ধরা হলো।

তারিখ : ০০/০/২০– ইং

বরাবর,

অধ্যক্ষ 

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর

রংপুর সেনানিবাস, রংপুর, বাংলাদেশ

জনাব,

সবিনয় নিবেদন এই যে,  আমি আপনার প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। তিন দিন আগে হঠাৎ করে আমার মা শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে যায়, এর ফলে গত  ০০/০/২০– ইং তারিখ হতে ০০/০/২০– ইং তারিখ পর্যন্ত আপনার বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। আজ সকাল থেকে মা একটু সুস্থ হওয়ায় আপনার প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছি।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, অনুগ্রহপূর্বক আমাকে তিন (০৩) দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক

আপনার একান্ত বাধ্যগত ছাত্র

মোঃ খায়রুজ্জামান খান

রোল নং : ০২

শ্রেণি : একাদশ

বিভাগ: বিজ্ঞান

বাবার অসুস্থতার জন্য ছুটির আবেদন

হঠাৎ করে আপনার বাবা অসুস্থ হয়ে যাওয়ার ফলে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হতে না পারলে বাবার অসুস্থতার জন্য ছুটির আবেদন করতে পারেন। কিভাবে সঠিক নিয়মে বাবার অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লিখতে হয় তা নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হবে। আশাকরি নিম্ন বর্ণিত আবেদন পত্রটি আপনার অনেক উপকারে আসবে।

তারিখ : ০০/০/২০– ইং

বরাবর,

অধ্যক্ষ 

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ

  হাসির ধাঁধা উত্তর সহ | 100 টি মজার ধাঁধা

সিলেট ক্যান্টনমেন্ট, সিলেট

জনাব,

সবিনয় নিবেদন এই যে,  আমি আপনার প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। তিন দিন আগে হঠাৎ করে আমার বাবা শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে যায়, এর ফলে গত  ০০/০/২০– ইং তারিখ হতে ০০/০/২০– ইং তারিখ পর্যন্ত আপনার বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। আজ সকাল থেকে বাবা  একটু সুস্থ হওয়ায় আপনার প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছি।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, অনুগ্রহপূর্বক আমাকে তিন (০৩) দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক

আপনার একান্ত বাধ্যগত ছাত্র

মোঃ আশিকুর রহমান 

রোল নং : ০৫

শ্রেণি : একাদশ

বিভাগ: বিজ্ঞান

হঠাৎ অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

বৃষ্টিতে ভেজার ফলে কিংবা অন্য কোন কারণে যদি আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে না পারেন, তাহলে নিম্ন বর্ণিত আবেদন পত্রটি অনুসরণ করে হঠাৎ অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লিখতে পারবেন। 

তারিখ : ০০/০/২০– ইং

বরাবর,

অধ্যক্ষ 

সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

ঢাকা-আরিচা মহাসড়ক, সাভার সেনানিবাস

নবীনগর, সাভার, ঢাকা, বাংলাদেশ

জনাব,

সবিনয় নিবেদন এই যে,  আমি আপনার প্রতিষ্ঠানের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। তিন দিন আগে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি, এর ফলে গত  ০০/০/২০– ইং তারিখ হতে ০০/০/২০– ইং তারিখ পর্যন্ত আপনার বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। আজ সকাল থেকে একটু সুস্থ হওয়ায় আপনার প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছি।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, অনুগ্রহপূর্বক আমাকে তিন (০৩) দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক

আপনার একান্ত বাধ্যগত ছাত্র

মোঃ সিফাত আল হাসান

রোল নং : ০৩

শ্রেণি : একাদশ

বিভাগ: বিজ্ঞান

Leave a Reply