You are currently viewing এলার্জি ঔষধ এর নাম | এলার্জি দূর করার উপায়

এলার্জি ঔষধ এর নাম | এলার্জি দূর করার উপায়

এলার্জি ঔষধ এর নাম হলো: Alatrol, Tofen, Fexo. ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি আপনি সঠিক মাত্রায় এই ঔষধ গুলো সেবন করেন, তাহলে আশা করা যায় এলার্জি থেকে মুক্তি পাবেন। নিচে বিভিন্ন কোম্পানির আরো কিছু এলার্জি ঔষধ এর নাম তুলে ধরা হলো।

 এলার্জি ঔষধ এর নাম

এলার্জির বিভিন্ন প্রকার প্রকরণ রয়েছে। তাই এলার্জির চিকিৎসা করার পূর্বে অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হয়ে জেনে নিতে হবে যে, আপনার কোন ধরনের এলার্জি হয়েছে। কেননা আপনি যদি এলার্জির সমস্যা নির্ণয় করতে না পারেন, তাহলে কিন্তু সহজে এলার্জি থেকে মুক্তি পাবেন না। 

তাই এলার্জির ধরন নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। যাইহোক ইতোমধ্যেই উপরে এলার্জির ঔষধ এর নাম সমূহ তুলে ধরা হয়েছে। যেহেতু বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের এলার্জির ঔষধ রয়েছে। তাই উপরে উল্লেখিত ঔষধ গুলো যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য না হয়, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শক্রমে আপনি নিম্ন বর্ণিত ঔষধ গুলো সেবন করতে পারেন।

  • Montene Tablet 10mg
  • Provair Tablet 10mg
  • Alatrol Tablet 10mg
  • Fenadin Tablet 120mg
  • Monas Tablet 5mg

এলার্জির ঔষধ এর নাম

বর্তমানে এলার্জি খুবই কমন একটি সমস্যা। অনেকেই এলার্জির সমস্যায় ভুগে থাকেন। শরীরে এলার্জি থাকলে তা খুবই বিরক্তির কারণ। কেননা এলার্জির কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শরীরের চুলকানি হতে পারে কিংবা শরীরের বিভিন্ন স্থান ফুলে যেতে পারে। 

আবার অনেক সময় চোখ জ্বালাপোড়া সহ আরো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, তাই এলার্জির সমস্যা থাকলে অবশ্যই তা দূর করা উচিত। আপনার যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে নিম্ন বর্ণিত তথ্যগুলো মনোযোগের সাথে পড়ুন। নিচে কার্যকর কয়েকটি এলার্জি ঔষধ এর নাম তুলে ধরা হয়েছে। ডাক্তারের পরামর্শ নিয়ে নিম্ন বর্ণিত ঔষধ গুলো সেবন করতে পারেন। 

  • Precodil Tablet 5mg
  • Lora Tablet 10mg
  • Fixal Tablet 180mg
  • Rupatid Tablet 10mg
  • Seasonix Tablet 5mg

এলার্জি দূর করার উপায়

এলার্জি দূর করার উপায় সমূহ যথাযথভাবে অবলম্বন করার মাধ্যমে এলার্জি থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাওয়া সম্ভব। এলার্জি দূর করার কার্যকর উপায় সমূহ নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। তাই যদি আপনি এলার্জি দূর করতে ইচ্ছুক হয়ে থাকেন, সেক্ষেত্রে নিম্ন বর্ণিত তথ্য গুলো মনোযোগের সাথে পড়তে থাকুন। আশা করি উপকৃত হতে পারবেন।

  • এলার্জি যুক্ত খাবার পরিহার করুন: এলার্জি থেকে নিজেকে মুক্ত রাখতে চাইলে অবশ্যই আপনাকে এলার্জিযুক্ত খাবার সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। কেননা আপনি যদি এলার্জি যুক্ত খাবার পরিহার না করেন, তাহলে কখনোই আপনি অ্যালার্জি থেকে মুক্তি পাবেন না। এমনকি এলার্জি যুক্ত খাবার খেলে এলার্জির ঔষধ সঠিকভাবে কাজ করতে পারে না। তাই এলার্জি যুক্ত খাবার পরিহার করুন এলার্জি থেকে নিজেকে মুক্ত রাখুন।
  • পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন: এলার্জির অন্যতম একটি কারণ হলো ধুলাবালি কিংবা ময়লা আবর্জনা। তাই এলার্জি থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই আপনাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। নোংরা জায়গায় কিংবা স্যাতস্যাতে জায়গায় বসবাস করা যাবে না এবং শরীরের কাপড় সবসময় পরীক্ষার পরিচ্ছন্ন রাখতে হবে। শরীরের কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তা এলার্জির জন্য ক্ষতির কারণ হতে পারে। 
  • ধুলা থেকে নিজেকে দূরে রাখুন: ধুলাবালি এলার্জির চরম শত্রু। আপনি যদি ধুলাবালির আশেপাশে থাকেন, তাহলে তা আপনার এলার্জির প্রভাব বাড়িয়ে তুলবে। তাই ধুলাবালি থেকে নিজেকে সুরক্ষিত রাখুন এলার্জি মুক্ত থাকুন। এবং যথাসম্ভব ধুলাবালির স্থান এড়িয়ে চলুন। 
  • এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন: সম্ভব হলে বাড়িতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন। এয়ার পিউরিফায়ার ব্যবহার করলে বাতাসের ধুলাবালি এবং রোগ জীবাণু দূর হয়ে যাবে। ফলে নির্মল বাতাস পাবেন, যা এলার্জি দূর করতে সহায়ক ভূমিকা পালন করবে।
  • নিয়মিত ঘর পরিষ্কার করুন: আপনি যদি নিয়মিত ঘর পরিষ্কার না রাখেন, তাহলে ঘরে জমে থাকা ধুলোবালি আপনার এলার্জির সমস্যা কে বহুগুণ বাড়িয়ে তুলতে পারে। তাই অবশ্যই আপনাকে নিয়মিত ঘর পরিষ্কার করতে হবে এবং ধুলাবালি মুক্ত রাখতে হবে।
  • বাইরে থেকে ঘরে আসার সময় কাপড় পরিবর্তন করুন: বাহির থেকে এসে অবশ্যই আপনাকে সকল কাপড় পরিবর্তন করতে হবে এবং ব্যবহৃত কাপড় পরের দিন ধুয়ে দিতে হবে।কেননা কাপড়ের বাহিরের ধূলা-ময়লা রয়েছে যা এলার্জির জন্য ক্ষতির কারণ। 
  কাশির ট্যাবলেট এর নাম | কাশির সিরাপ এর নাম

এলার্জির ঔষধ | এলার্জি ঔষধ

অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে এলার্জির ঔষধ সেবন করার মাধ্যমে এলার্জি থেকে মুক্তি লাভ করা সম্ভব। তাই যদি আপনি চিকিৎসার মাধ্যমে এলার্জি থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে চান, সেক্ষেত্রে নিয়মিত কিছুদিন আপনাকে ঔষধ সেবন করতে হবে। 

এলার্জি দূর করার জন্য নিম্ন বর্ণিত ঔষধ গুলো খাওয়া যেতে পারে। তবে নিজে নিজে কখনোই ফার্মেসি থেকে ঔষধ ক্রয় করে খাবেন না। ঔষধ খাওয়ার পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করা বাধ্যতামূলক। এলার্জি ঔষধ এর নাম সমূহের তালিকা নিম্নরূপ।

  • Fexo Tablet 120mg
  • Alcet Tablet 5mg
  • Rupa Tablet 10mg
  • Provair Sachet 4mg
  • Provair ODT Tablet 5mg

এলার্জি চুলকানি দূর করার উপায়

এলার্জিজনিত চুলকানি দূর করার কার্যকর উপায় সমূহ সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। তাই যদি আপনি এলার্জি চুলকানি দূর করার উপায় সমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে আর্টিকেলের এই অংশটি মনোযোগের সাথে পড়তে হবে। যাইহোক চলুন দেখে নেই, এলার্জি চুলকানি দূর করার উপায়।

  • বরফ থেরাপি গ্রহণ করুন: এলার্জির চুলকানি যদি অত্যধিক পরিমাণে বেড়ে যায়, তাহলে আপনি তৎক্ষণাৎ চুলকানি দূর করার জন্য বরফ থেরাপি গ্রহণ করতে পারেন,  এতে করে তৎক্ষণাৎ চুলকানি বন্ধ হয়ে যাবে। তবে স্থায়ীভাবে এলার্জির চুলকানি দূর করতে চাইলে চিকিৎসকের পরামর্শক্রমে ঔষধ সেবন করতে হবে। 
  • এলার্জির ক্রিম ব্যবহার করুন: এলার্জির চুলকানি দূর করার বিশেষ ক্রিম রয়েছে। আপনি যদি সেই ক্রিমগুলো ব্যবহার করেন তাহলে এলার্জির চুলকানি দূর হয়ে যাবে। তবে এলার্জির জন্য ক্রিম ব্যবহার করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। 
  • আন্টি হিস্টামিন জাতীয় ঔষধ সেবন করুন: এন্টিহিস্টামিন জাতীয় ঔষধ সেবন করলে তা এলার্জির চুলকানি দূর করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। তাই যদি আপনার অত্যাধিক পরিমাণে এলার্জির চুলকানি বৃদ্ধি পায় তাহলে ডাক্তারের পরামর্শক্রমে এন্টিহিস্টামিন জাতীয় ঔষধ খেতে পারেন।
  • চুলকানো বন্ধ করুন: শরীর চুলকানোর বন্ধ করুন। কেননা আপনি যদি শরীর চুলকান সে ক্ষেত্রে কিন্তু নখের মাধ্যমে এর জীবাণু ও শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনাকে শরীর চুলকানো যথাসম্ভব বন্ধ রাখতে হবে। 
  • টিনেঢালা কাপড় পরিধান করুন: অধিক পরিমাণে চাপা পোষাক পরিধান করলে তা এলার্জির চুলকানি বৃদ্ধি করতে পারে, তাই যদি আপনার এই ধরনের সমস্যা থাকে তাহলে ঢিলেঢালা পোশাক পরিধান করা উচিত। 
  • সুগন্ধী যুক্ত কসমেটিক্স ব্যবহার করা বন্ধ করুন: আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সব ধরনের করা পারফিউম যুক্ত কসমেটিক্স ব্যবহার করা বন্ধ করতে হবে। কেননা এই সমস্ত কসমেটিক্সে পর্যাপ্ত এলার্জেন রয়েছে। 
  ছেলেদের ফর্সা হওয়ার ক্রিম ১০০% কার্যকর

এলার্জি চুলকানি ঔষধের নাম

এলার্জির কারণে যদি আপনার চুলকানিজনিত সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যত দ্রুত সম্ভব চিকিৎসা গ্রহণ করতে হবে। কেননা আপনি যদি যথাসময়ে চিকিৎসা গ্রহণ না করেন তাহলে এলার্জির সমস্যা মারাত্মক আকার ধারণ করতে পারে।

এমনকি সারা শরীরে এলার্জিজনিত চুলকানি ছড়িয়ে যেতে পারে। নিচে এলার্জি ঔষধ এর নাম তুলে ধরা হবে। আশা করি ডাক্তারের পরামর্শ নিয়ে সেই ঔষধ গুলো সেবন করার মাধ্যমে উপকৃত হতে পারবেন।

  • Predixa Tablet 4mg
  • Deflaza Tablet 24mg
  • Aleze Tablet 10mg
  • Afexa Tablet 180mg
  • Alatrol Syrup 60ml

এলার্জি জাতীয় খাবার

বেশ কিছু এলার্জি জাতীয় খাবার রয়েছে যে খাবারগুলো খেলে এলার্জির সমস্যা বৃদ্ধি পেতে পারে। আর তাই এলার্জিজনিত সমস্যা যদি আপনার থাকে তাহলে অবশ্যই এই খাবারগুলো যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। নিচে এলার্জি জাতীয় খাবারের তালিকা তুলে ধরা হলো।

  • বাদাম।
  • গরুর দুধ।
  • ডিম।
  • গরুর মাংস।
  • প্রক্রিয়াজাত খাবার।

স্কিন এলার্জি ঔষধের নাম

যে সকল এলার্জির প্রভাবে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, সেই এলার্জিকে স্কিন এলার্জি বলা হয়। স্কিন এলার্জির সমস্যা থাকলে তা বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা সৃষ্টি করতে পারে। তাই যদি আপনার স্কিন এলার্জির সমস্যা থাকে তাহলে অবশ্যই এর উপযুক্ত চিকিৎসা গ্রহণ করতে হবে। 

উপযুক্ত চিকিৎসা গ্রহণ করলে আশা করা যায় অল্প সময়ের মধ্যেই আপনি স্কিন এলার্জি থেকে মুক্তি পাবেন। স্কিন এলার্জি ঔষধের নাম সমূহ নিচে উল্লেখ করা হয়েছে। নিচে যে সকল এলার্জি ঔষধ এর নাম তুলে ধরা হয়েছে, ডাক্তারের পরামর্শক্রমে এসে গুলো খেতে পারেন। 

  • Afexa Tablet 120mg
  • Tebast Tablet 10mg
  • Rupatrol Tablet 10mg
  • Montene Tablet 5mg
  • Loratin Tablet 10mg

রক্তের এলার্জি দূর করার উপায়

আপনি যদি এলার্জিজনিত সমস্যা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে আছে যান সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে রক্তের এলার্জি দূর করতে হবে রক্তের এলার্জি দূর হয়ে গেলে আপনি এলার্জিজনিত সমস্যা থেকে মুক্তি পাবেন। 

  e cap 400 এর কাজ কি | ই ক্যাপ এর উপকারিতা ও অপকারিতা

রক্তের এলার্জি দূর করার বেশ কিছু কার্যকর উপায় রয়েছে। সেই উপায়সমূহ যথাযথভাবে অবলম্বন করলে রক্তের এলার্জি থেকে মুক্তি লাভ করা সম্ভব। রক্তের এলার্জি দূর করার কার্যকর উপায় সমূহ সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

  • বিছানা পরিষ্কার রাখুন: বিছানার কাভার, বালিশের কভার এবং অন্যান্য কাপড়-চোপড় যা আপনি ব্যবহার করেন সেগুলো সবসময়ের জন্য পরিষ্কার রাখতে হবে। কেননা আপনার বিছানা যদি পরিষ্কার না থাকে তাহলে এলার্জির সমস্যা বেড়ে যেতে পারে। এছাড়া বিছানা নোংরা থাকলে আরও বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ দেখা দিতে পারে তাই অবশ্যই আপনাকে সর্বদা বিছানা পরিষ্কার রাখতে হবে। 
  • পোষা প্রাণী থেকে দূরে থাকুন: পোষা প্রাণী যেমন বিড়াল, কুকুর বা অন্য যেকোনো প্রাণী থেকে আপনাকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। বিশেষ করে বিড়াল বা কুকুরের শরীরে পর্যাপ্ত পরিমাণে এলার্জির উপাদান রয়েছে। তাই বিড়াল কিংবা অন্যান্য যেকোন পোশাক প্রাণীর থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে। এবং আপনি যেখানে বসবাস করবেন বা থাকবেন তার আশেপাশে পোষা প্রাণীর আনাগোনা বন্ধ করতে হবে। 
  • কড়া পারফিউম ব্যবহার করা পরিহার করুন: উচ্চ সুগন্ধিযুক্ত পারফিউম ব্যবহার করলে তা এলার্জির সমস্যা বাড়িয়ে তুলতে পারে। আর তাই যদি আপনার এলার্জির সমস্যা থাকে সে ক্ষেত্রে পারফিউম ব্যবহার না করাই ভালো। তবে যদি আপনি পারফিউম ব্যবহার করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হালকা সুগন্ধযুক্ত পারফিউম ব্যবহার করতে হবে। 
  • মাস্ক ব্যবহার করুন: এলার্জি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে আপনি যখন ঘরের বাইরে যাবেন, তখন অবশ্যই আপনার উচিত হবে মাস্ক ব্যবহার করা। মাস্ক ব্যবহার করলে পথের ধুলাবালি থেকে সুরক্ষিত থাকা যায়। ফলে এলার্জির সমস্যা অনেক কমে যায়।  
  • জানালা বন্ধ রাখুন: জানালা খোলা রাখলে জানালা দিয়ে ধুলাবালি সহ বিভিন্ন ধরনের রোগ জীবাণু ঘরে প্রবেশ করতে পারে যা এলার্জির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে তাই যথাসম্ভব ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

Leave a Reply