ছুটির জন্য আবেদন পত্র
বিষয়: ছুটির আবেদন
প্রাপক:
মাননীয় ম্যানেজার,
মানব সম্পদ বিভাগ,
এক্সেল টেকনোলজিস লিমিটেড,
ঢাকা, বাংলাদেশ।
প্রেরক:
মোহাম্মদ আরিফুল ইসলাম,
সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার,
তথ্য প্রযুক্তি বিভাগ,
এক্সেল টেকনোলজিস লিমিটেড,
২৩ অক্টোবর ২০২৪।
বিষয়: ছুটির আবেদন
মাননীয় ম্যানেজার,
আশাকরি, আপনি ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তথ্য প্রযুক্তি বিভাগে কর্মরত আছি। আমি আপনাকে জানাতে চাই যে, পারিবারিক কারণে আমার ২ দিনের ছুটি প্রয়োজন। ছুটি চাইছি [২৪ অক্টোবর ২০২৪] থেকে [২৬ অক্টোবর ২০২৪] পর্যন্ত।
আমি এই সময়ের মধ্যে আমার কাজের দায়িত্ব সহকর্মী [সাহিদুল ইসলাম]-এর কাছে হস্তান্তর করব এবং নিশ্চিত করছি যে, অফিসের কার্যক্রমে কোনও ব্যাঘাত ঘটবে না। ছুটি মঞ্জুর করার জন্য আপনার নিকট কৃতজ্ঞ থাকব।
আপনার সদয় বিবেচনা কামনা করছি।
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আরিফুল ইসলাম
মোবাইল: +৮৮ ০১৯১২৩৪৫৬৭৮
ই-মেইল: arif.islam@exceltech.com
- Art
- Causes
- Crafts
- Dance
- Drinks
- Education
- Film
- Fitness
- Food
- Games
- Gardening
- Health
- Home
- Literature
- Music
- Networking
- Other
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness