হাঁপানি এবং এলার্জিক রাইনাইটিস এর চিকিৎসায় monas 10 ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। বাংলাদেশী ফার্মাসিটিক্যালস কোম্পানি একমির জনপ্রিয় একটি ঔষধ হল monas 10. সঠিক মাত্রায় মোনাস ১০ ঔষধটি সেবন করলে অভূতপূর্ব ফলাফল পাওয়া যায়।
monas 10 এর কাজ কি | মোনাস ১০ এর কাজ কি
এলার্জি এবং হাঁপানি খুবই কমন একটি সমস্যা। অনেকেই এলার্জিজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন। এলার্জিজনিত সমস্যা দেখা দিলে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে এলার্জির কারণে ত্বকে চুলকানি সহ আরো বিভিন্ন ধরনের উপসর্গ পরিলক্ষিত হয়।
অনেক সময় এলার্জির কারণে ত্বকে রেশ দেখা দেয়। কখনো কখনো অত্যাধিক পরিমাণে এলার্জির সমস্যার কারণে সর্দি এবং হাঁচির মত সমস্যাও দেখা দিতে পারে। কিছু কিছু এলার্জি রয়েছে যে সকল এলার্জির প্রভাবে চোখ লাল বর্ণ ধারণ করে এবং চোখে চুলকানি দেখা দেয়।
এ ধরনের এলার্জিজনিত সমস্যা দূর করার ক্ষেত্রে monas 10 ঔষধটি ব্যবহার করা হয়। পাশাপাশি হাঁপানিজনিত যে কোন সমস্যা দূর করার ক্ষেত্রে মোনাস ১০ ঔষধটি খুবই কার্যকর। তবে নিজে নিজে ফার্মেসি থেকে ঔষধ ক্রয় করে সেবন করা যাবে না আপনি যদি নিজে নিজে ফার্মেসি থেকে ঔষধ ক্রয় করে সেবন করেন, তাহলে হিতে বিপরীত হতে পারে তাই ঔষধ খাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।
কাশির জন্য মোনাস ১০
কাশি বিভিন্ন ধরনের হয়ে থাকে। ঠান্ডা জনিত কাশি আবার কিছু কিছু কাশি রয়েছে এলার্জিজনিত কাশি। ঠান্ডা জড়িত কাশির ক্ষেত্রে এই ঔষধটি প্রযোজ্য নয়। বরং এলার্জিজনিত কাশির ক্ষেত্রে মোনাস ১০ ব্যবহার করা হয়ে থাকে।
monas 10 এর কাজ কি, আশা করি তা জানতে পেরেছেন। সুতরাং আপনার যদি এলার্জিজনিত কাশির সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শক্রমে মোনাস ১০ ঔষধটি সেবন করতে পারেন, আশা করা যায় ভালো ফলাফল পাবেন।
মোনাস ১০ খাওয়ার নিয়ম
মোনাস ১০ ঔষধটি খাওয়ার বিশেষ নিয়ম রয়েছে। বয়স ভেদে এবং রোগের গভীরতা ভেদে মোনাস ১০ খাওয়ার নিয়ম ভিন্ন হয়ে থাকে। ডাক্তার যদি আপনাকে monas 10 ওষুধটি প্রেসক্রাইব করে তাহলে তিনি এর খাওয়ার নিয়ম যথাযথভাবে বলে দিবেন, আর আপনাকে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধটি সেবন করতে হবে। সুতরাং খাওয়ার নিয়ম নিয়ে দুশ্চিন্তা গ্রস্ত হওয়ার কিছু নেই।
মোনাস ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া
monas 10 এর কাজ কি, তা তো জানা গেল! এখন প্রশ্ন হল মোনাস ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা? আপনাকে মনে রাখতে হবে যে, প্রত্যেক ঔষধেরই কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। আর তাই মোনাস ১০ এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।
সঠিক মাত্রায় ঔষধ খেলে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। কিন্তু যদি আপনি দীর্ঘদিন পর্যন্ত অধিক মাত্রায় মোনাস ১০ ওষুধটি সেবন করেন সেক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হতে পারে। অধিক মাত্রায় মোনাস ১০ ওষুধটি সেবন করলে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলো নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
- শ্বাস প্রশ্বাসের সামান্য ব্যাঘাত করতে পারে: আপনি যদি দীর্ঘদিন যাবত monas 10 এই ওষুধটি সেবন করেন সেক্ষেত্রে আপনার শ্বাস-প্রশ্বাসের সামান্য ব্যাঘাতে ঘটতে পারে। তাই দীর্ঘদিন ঔষধ সেবন করা থেকে বিরত থাকুন। আর যদি এই ধরনের প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
- জ্বর: কখনো কখনো এই ওষুধটির প্রতিক্রিয়া হিসেবে জ্বর দেখা দিতে পারে। তবে সামান্য পরিমাণে জ্বর কিংবা শরীর গরম হলে দুশ্চিন্তা করার কিছু নেই ওষুধ খাওয়া বন্ধ করে দিলেই তা এমনিতেই চলে যাবে। তবে যদি এই সমস্যা দীর্ঘদিন থাকে তাহলে অবশ্যই আপনার উচিত হবে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা।
- মাথাব্যথা: monas 10 ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কখনো কখনো মাথা ব্যথার মত সমস্যা পরিলক্ষিত হতে পারে। যদি আপনার মনে হয় যে, এই ওষুধটি খাওয়ার ফলে মাথা ব্যথা দেখা দিচ্ছে তাহলে ওষুধটি খাওয়া বন্ধ করে দিবেন। ঔষধ খাওয়া বন্ধ করলে আশা করা যায় মাথা ব্যথা দূর হয়ে যাবে।
- গলা ব্যথা: যদিও monas 10 ওষুধটি খেলে গলা ব্যাথার মত সমস্যার সাধারণত দেখা দেয় না, তবে ক্ষেত্রবিশেষে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। গলা ব্যথার মত সমস্যা দেখা দিলে অবশ্যই আপনাকে তৎক্ষণাৎ ঔষধটি সেবন করা বন্ধ করে দিতে হবে এবং ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।
- ডায়রিয়া: monas 10 ওসব কি খাওয়ার ফলে যদি আপনার ডায়রিয়ার মত লক্ষণ প্রকাশ পায়, তাহলে ইমিডিয়েটলি ঔষধ দিক সেবন করা বন্ধ করে দিবেন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।
মোনাস ১০ এর দাম | monas 10 price in bangladesh
monas 10 এর কাজ কি, সে বিষয় সম্পর্কে জানার পাশাপাশি মোনাস ১০ এর দাম সম্পর্কে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। কেননা যদি আপনার দাম জানা থাকে তাহলে খুব সহজে ওষুধ কেনার বাজেট নির্ধারণ করতে পারবেন। montelukast 10 mg ওষুধটি মূলত monas 10. বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এই ওষুধটি বাজারে এনেছে। বর্তমানে মোনাস ১০ ঔষধটির প্রতি পিসের মূল্য হল ১৭ টাকা ৫০ পয়সা এবং প্রতি পাতার মূল্য হল ২৬২ টাকা ৫০ পয়সা।
অন্যান্য ব্রান্ডের montelukast 10 mg ও শক্তির মূল্য তালিকা নিচে লিস্ট আকারে তুলে ধরা হলো:
Product | Price |
---|---|
Aeron | ৳8 |
AirFlow | ৳7 |
Arokast | ৳6 |
Arokast FT | ৳9 |
Lumona | ৳12 |
Monalast | ৳15 |
Monocast | ৳15 |
Montair | ৳6 |
মোনাস ১০ কি এন্টিবায়োটিক
monas 10 এর কাজ কি, সে বিষয় সম্পর্কে উপরে উল্লেখিত তথ্যগুলো যদি আপনি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানতে পেরেছেন যে, মোনাস ১০ ঔষধটি এন্টিবায়োটিক ঔষধ নয়। এটি সাধারণ একটি ঔষধ।
তবে অ্যান্টিবায়োটিক ঔষধ না হলেও ডাক্তারের পরামর্শ ব্যতীত এই ওষুধটি কখনোই সমান করা যাবে না। পরামর্শ ছাড়া ঔষধ সেবন করলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। তাই সব ধরনের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সেবন করতে হবে।
গর্ভাবস্থায় মোনাস ১০ খাওয়া যাবে কি
গর্ভবতী নারীদের ক্ষেত্রে এবং দানকারী নারীদের ক্ষেত্রে মোনাস ১০ ঔষধটি নিরাপদ হিসেবে বিবেচিত। তাই আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শক্রমে এই ওষুধটি খাওয়া যেতে পারে। কেননা কিছু কিছু ক্ষেত্রে এই ওষুধটির পর সব প্রতিক্রিয়া শারীরিক জটিলতার কারণ হতে পারে। শুধু মোনাস ১০ নয় যে কোন ঔষধ সেবন করার পূর্বে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা বাধ্যতামূলক।
মোনাস ১০ কোন রোগের ঔষধ
বাংলাদেশের মোনাস ১০ ঔষধটি ব্যাপকভাবে ব্যবহারিত হয়। কেননা এই ঔষধটি কমন কিছু রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। মোনাস ১০ কোন রোগের ঔষধ বা monas 10 এর কাজ কি? সে বিষয়গুলো সম্পর্কে ইতোমধ্যেই উপরে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়েছে। যাই হোক, সাধারণত যে সকল রোগের ক্ষেত্রে মোনাস ১০ ঔষধ কি ব্যবহার করা হয়ে থাকে সেই রোগ সমুহের তালিকা নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হল।
- অ্যাজমা: অ্যাজমা বা হাঁপানি রোগ নিরাময় করার ক্ষেত্রে মোনাস ১০ ঔষধটি ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারের পরামর্শক্রমে এই ওষুধটি নিয়মিত কিছুদিন সেবন করলে আশা করা যায় হাঁপানি জনিত সমস্যা দূর হয়ে যাবে।
- এলার্জিক রাইনাইটিস: এলার্জিক রাইনাইটিস রোগের কার্যকর ঔষধ হলো মোনাস ১০। সব ধরনের এলার্জিক রাইনাইটিস দূর করার জন্য মোনাস ১০ ঔষধটি ব্যবহৃত হয়। আপনার যদি এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী monas 10 ঔষধটি সেবন করতে পারেন।
- সিজনাল এলার্জি: সিজনাল অ্যালার্জি কখনো কখনো তীব্র আকার ধারণ করে। এই ধরনের সিজনাল এলার্জি দূর করার জন্য মোনাস ১০ ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে।
- ক্রনিক অবসট্রাক্টিভ পালমোনারি ডিজিজ: ক্রনিক অবসট্রাক্টিভ পালমোনারি ডিজিজ এক ধরনের রোগ যা শ্বাস-প্রশ্বাসে বাধা প্রদান করে। এই ধরনের রোগ দূর করার জন্যেও ডাক্তারগন monas 10 ঔষধটি প্রেসক্রাইব করে থাকেন।
- শ্বাস প্রশ্বাসে কষ্ট: যেকোনো ধরনের শ্বাসকষ্টে বিশেষ করে এলার্জিজনিত শ্বাসকষ্টের ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকর বলে বিবেচিত।
মোনাস ১০ এর উপকারিতা
monas 10 এর কাজ কি, আশা করি সে বিষয়ে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন কেননা উপরে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। মোনাস ১০ এর আরো যে সকল উপকারিতা সেগুলো সম্পর্কে আর্টিকেলটির এই অংশে আলোকপাত করা হলো।
- বুক চেপে ধরা।
- অ্যাজমা জনিত কাশি।
- পুরাতন আমবাত।
- ঘ্রাণ না পাওয়া জনিত সমস্যা।
- এলার্জি জনিত কাশি।